দেবুয়ার চর চরঅষ্টধর ইউনিয়েন নদীর তীরে অবস্থিত, এবং চরঅষ্টধর ইউনিয়নের শেষ প্রান্তে এই গ্রামের অবস্থান, চরএলাকা বন্যার সময় পানিতে তলিয়ে যায় তাই ভাল কোন রাস্তা ব্যবস্থা নাই তারপর আবার খাল পার হতে হয়। এ গ্রামের লোক জন এমন একটা সময় ছিল খুব কষ্টে যাতায়ত করত।মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উদ্যোগে চরবসন্তী গ্রামের শেষে দেবুয়ার চর যাবার খালের উপরে বিশাল সেতু নির্মান করে দেন এর ফলে এখন এ এলাকার মানুয়ষর যাতায়তের কষ্ট কিছুটা হলেও কমেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS