Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Upazila Land Office

কি সেবা পাবেন

১) ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পরামর্শ প্রদান করা হয়।

২) নামজারী ও জমাভাগের মাধ্যমে রেকর্ড সংশোধন হয়ে থাকে।

৩) ভূমিহীন পরিবারকে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করা ।

৪) সরকারী হাট-বাজারে একসনা বন্দোবস্তের মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হয়।

৫) সাময়িকভাবে ভি,পি আবেদনের ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে আর,ও,আর (৬২ সনের পর্চা ) এর খসড়া প্রদান করা হয়।

৬) ভি,পি কেস অবমুক্তির জন্য কমিটি/ট্রাইব্যুনাল কেসের বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হয়।

৭) ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।

৮) ভি,পি সম্পত্তি লীজ প্রদান করা হয়।

৯) ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

১০) সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

১১। সম্মানিত ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর আদায়

১২। নামজারী/জমাভাগ ৪৫ কার্য দিবসের মধ্যে নিষ্পত্তিসহ ভূমির রেকর্ড হালকরণ,

১৩। ছিন্নমূল পরিবারদের মাঝে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, আশ্রয়ণ প্রকল্প, আবাসন প্রকল্পের আওতায় পূর্ণবাসন করা,

১৪। ইজারা প্রদানকৃত অর্পিত সম্পত্তি নবায়ন,

১৫। হাট বাজারের জমি প্রকৃত ব্যবসায়ীদের মাঝে একসনা বন্দোবস্ত প্রদান,

১৬। ভূমি সম্পর্কিত যেকোন বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন।

 

কর্মকর্তা

ছবি নাম পদবি ফোন মোবাইল ইমেইল
মোঃ সারওয়ার আলম সহকারী কমিশনার (ভূমি), নকলা ৭৫২৩৯ ০১৭১২২০৭২২৭ sarwoermm@yahoo.com

যোগাযোগ

পদবী- সহকারী কমিশনার (ভূমি)

ঠিকানা- উপজেলা ভূমি অফিস

নকলা- শেরপুর।

পেষ্টকোড- ২১৫০

ফোন- ৭৫২৩৯

ই-মেইল- margina027@yahoo.com