Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Union history

এমন একটা সময় ছিল চরঅষ্টধর ইউনিয়নের বিশেষ করে আদর্শগ্রাম ,রেহাইঅষ্টধর,দেবুয়ারচর এমন কি কোন কোন সময় নারায়নখোলা পূর্ব ,চরবসন্তী  গ্রাম পযর্ন্ত বন্যায় তলিয়ে যেত, আর আর অন্যান্য গ্রাম গুলো গাছপালা জঙ্গলে পরিপূর্ন ছিল, যুগের তালে তালে উন্নতির ছোয়া পায় চরঅষ্টধর ইউনিয়ন ,এগুলোর মাজে বড় বড় ভূমিকা পালন করছেন যারা তারা হলেন, চরঅষ্টধর ইউনিয়নের বাসিন্দা সাবেক মাননীয় সংসদ সদস্য জ্বনাব জাহেদ আলী চৌধুরী ।চৌধুরী জোনাব আলী দাখিল মাদ্রসা তারই একটি প্রতিষ্ঠান। আরো ভূমিকা পালন করেছে মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ।তিনি দেবুয়ারচর মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মান করেছেন । এবং তিনি,  চরঅষ্টধর ইউনিয়নের  প্রতিটি বালুকনায় যার চিহ্ন রয়েছে তিনি হচ্ছেন, চরঅষ্টধর ইউনিয়নের  একটানা ৩৫ বছর এর নির্বাচিত চেয়ারম্যান জ্বনাব মোঃ মাহবুব আলী চৌধুরী তিনি চরঅষ্টধর  ইউনিয়নের অনক সংস্কার এবং কল্যান মূলক কাজ  করেছেণ। আজকের চরঅষ্টধর শিক্ষায়,সংস্কৃতিতে,খেলাধুলায়,সম্পদে,কোন দিক থেকে পিছিয়ে নেই।